Tuesday, February 18, 2020

বিরুলিয়া জমিদার বাড়ি ( Birulia Jamidar Bari ) , হারিয়ে যাওয়া এক ইতিহাস।

বিরুলিয়া জমিদার বাড়ি 

পরিচিতিঃ
বিরুলিয়া,তুরাগ নদীর তীরবর্তী ছোট্ট একটি গ্রাম।বর্ষায় এই গ্রামের চারপাশ জুড়ে থাকে অথৈ জল,তখন বিরুলিয়াকে মনে হয় যেন এক রহস্যময় দ্বীপ আর শীতকালে যখন পানি শুকিয়ে যায় তখন চারিদিকে সবুজে সবুজে ভরে যায়।

ওপারেই বিরুলিয়া গ্রাম
    ছবিঃ সারোয়ার সানি 
জমিদার বাড়ির ইতিহাসঃ
ঢাকা শহরের খুব নিকটেই এই বিরুলিয়া গ্রাম। এই গ্রামে রয়েছে ১০ টির ও অধিক ঐতিহ্যবাহী স্থাপনা। বিরুলিয়া গ্রামের শেষ প্রান্তে আছে জমিদার রজনীকান্ত ঘোষের বাড়ি, যা বর্তমানে বিরুলিয়া জমিদার বাড়ি  নামে পরিচিত।
জমিদার রজনীকান্ত ঘোষের বাড়ি
ছবিঃসারোয়ার সানি 

স্থানীয়দের তথ্য মতে,রজনীকান্ত ঘোষ ৮৯৬০ টাকা ৪ আনি অর্থের বিনিময়ে জমিদার নলিনী মোহন সাহার কাছ থেকে এই বাড়িটি কিনে নেন। পুরানো ঢাকা ও নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন জায়গায় জমিদার রজনীকান্ত ঘোষের কয়েকটি বাড়ি থাকলেও এখন প্রায় সবগুলোই দখল হয়ে গেছে।১৯৬৪ সালে দাঙ্গার সময় মূল্যবান সব জিনস লুটপাট হওয়ার পর বিরুলিয়া গ্রামের জমিদার বাড়িটি ছাড়া রজনীকান্তের আর কোনো সম্পত্তি অবশিষ্ট নেই। বিরুলিয়ার অন্যসব পুরোনো বাড়িগুলো পরবর্তী সময়ে একজন ব্যবসায়ী কিনে নিলেও এখন সেগুলোও বেদখল হয়ে গেছে।
পুরনো বাড়ির সিড়িতে বসে
ছবিটি তুলেছেনঃ তানজিলা নিপা

জমিদার রজনীকান্ত ঘোষের এই বাড়িতে বর্তমানে রজনীকান্ত ঘোষের বংশধরগণ বসবাস করছেন। জমিদার বাড়ির সদরঘর, বিশ্রামঘর, বিচারঘর, পেয়াদাঘর এবং ঘোড়াশালাগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে।
ঢাকা থেকে খুব কাছের এই গ্রামটির বেশিরভাগ অধিবাসীই হিন্দু ধর্মাবলম্বী। ইতিহাসের সাক্ষী কিংবা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গেলেও বিরুলিয়ার ইতিহাস-ঐতিহ্য ও জমিদার বাড়ি লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে। বাইরে থেকে বোঝা না গেলেও গ্রামে ঢুকতেই চোখে পড়বে ছড়ানো ছিটানো কালের সাক্ষী এসব স্থাপনা এখনও দাঁড়িয়ে আছে জীর্ণ শরীর নিয়ে।

কিছু ছবিঃ 
ছবিঃসারোয়ার সানি 

ছবিঃসারোয়ার সানি 

ছবিঃসারোয়ার সানি 

ছবিঃসারোয়ার সানি 

যেভাবে যাবেনঃ
ঢাকার খুব কাছে হওয়ায় খুব সহজেই বিরুলিয়া জমিদার বাড়ি যেতে পারবেন। 

রুট-১ঃ
মিরপুর ১ থেকে আলিফ কিংবা মোহনা বাসে উঠে সরাসরি বিরুলিয়া ব্রিজ। তারপর স্থানীয় কাউকে জিজ্ঞেস করে বিরুলিয়া গ্রাম ও জমিদারবাড়ি। ভাড়া আনুমানবিক ২৫ টাকা। বিরুলিয়া ব্রিজ থেকে হেটেই জমিদার বাড়ি যাওয়া যায়। 
রুট-২ঃ আব্দুল্লাহপুর/বাইপাইল/আশুলিয়া থেকে প্রথমে বেরিবাধ আসতে হবে। তারপরে মিরপুর ১ গামী যেকোন গাড়িতে উঠে বিরুলিয়া ব্রিজ।ভাড়া ২৫ টাকা।।
রুট-৩ঃ সাভার বাসস্ট্যান্ড এ অন্ধমার্কেটের সামনে থেকে লেগুনায় সরাসরি বিরুলিয়া ব্রিজ।
রুট-৪ঃ কোনাবাড়ি কাশিমপুর হতে কিরনমালা পরিবহনে চড়ে বিরুলিয়া ব্রিজ,সেখান থেকে জমিদার বাড়ি।।ভাড়া-৩৫-৪০/-। 

বিরুলিয়া ব্রিজ থেকে হেটেই জমিদার বাড়ি যাওয়া যায়।যে কাউকে বললেই দেখিয়ে দিবে।  

No comments:

Post a Comment