Saturday, May 9, 2020

সফিপুর আনসার একাডেমি,গাজীপুর।

আনসার একাডেমি লেক 
স্থান পরিচিতিঃ

ফিপুর আনসার একাডেমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সর্ববৃহৎ প্রশিক্ষণ কেন্দ্র।এটি গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুরে অবস্থিত।জেলা সদর থেকে এর দুরত্ব প্রায় ১৫ কিলোমিটার। গাজীপুর সহ বাংলাদেশের শূটিং এবং পিকনিক স্পটগুলোর মধ্যে অন্যতম এক স্পট সফিপুর আনসার একাডেমি। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছে বিশাল বড় প্যারেড গ্রাউন্ড,দরবার হল,অফিসার্স মেস,সৈনিকদের জন্য সুবিশাল ব্যারাক।দৃষ্টি নন্দন খেলার মাঠে নিয়মিত অনুশীলন হয় ফুটবল,ক্রিকেট সহ নানা খেলা।আছে ইনডোর গেমসের ও ব্যবস্থা। এখানে রয়েছে কুটির শিল্প,মৃৎ শিল্প। আনসার বাহিনীর সদস্যদের নামাজের জন্য দৃষ্টিনন্দন একটা মসজিদ রয়েছে,রয়েছে সুবিশাল হাসপাতাল, ব্যাংক ও ডাকঘর। গাজীপুর জেলার অন্যতম বিদ্যাপীঠ ভাষা শহীদ আব্দুল  জব্বার আনসার একাডেমি স্কুল এন্ড কলেজের অবস্থানও এখানেই।
ছবিঃ সারোয়ার সানি


সফিপুর আনসার একাডেমি গাজীপুরের অন্যতম পুরনো শূটিং ও পিকনিক স্পট। এখানকার প্রাকৃতিক ও পরিছন্ন পরিপাটি পরিবেশ যে কারো মন ভালো করে দেয়।বনভোজনের জন্য আদর্শ স্থান এটি।আনসার একাডেমীতে ভিআইপিদের জন্য একটি স্পট সহ মোট ২৭টি পিকনিক স্পট রয়েছে।

ছবিঃ সারোয়ার সানি  


আনসার একাডেমির স্পট সূমহের নাম ও  ভাড়ার তালিকা:

* লেকভিউ- স্পট ফি-৩০০০০/-
ধারণ ক্ষমতা ৩০০ জন। 

এলিফ্যান্ট গ্রাউন্ড ব্যবহার করলে অতিরিক্ত ১০০০০/-

* তপোবন,হাসনাহেনা,মালঞ্চ,ছায়ানীড়,আনন্দ-
স্পট ফি-১২০০০/-
ধারণ ক্ষমতা-৩০০ জন।


** নিরিবিলি,বর্ণালী,অনন্যা,শাপলা,বান্দরবান,পল্লব,সৌখিন,বনশ্রী,তরুলতা,অনামিকা,বনরুপা,
,অবসর,তনুশ্রী,সূচনা,তারাঘর,বর্ষা,মধুবন,অনন্যা,বনলতা,তেতুলিয়া-
স্পট ফি-৮০০০/-
ধারণ ক্ষমতা-২০০ জন।

সেবা সূমহঃ


এখানে রয়েছে সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা।গাড়ি পার্কিং,অবকাশ ছাউনি, টয়লেট এবং পানির সু-ব্যবস্থা।সকল স্পটে পোষাক পরিবর্তনের জন্য রুম সুবিধা।অর্ডার মাফিক খাবারের সু-ব্যবস্থা।


বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দফতর খিলগাঁও,ঢাকা থেকে অনুমতি সাপেক্ষে সারা বছরই এই স্পটগুলো ব্যবহার করা যায়। স্পট ভাড়া নিতে হলে আপনাকে প্রথমে নির্দিষ্ট পরিমান টাকার বাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিয়ে ফরমে আবেদন করতে হবে।আনসার ভিডিপির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট দিয়ে আবেদন করতে পারেন।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আনসার ও ভিডিপির নিজেস্ব  ওয়েবসাইট http://ansarvdp.gov.bd

এছাড়া বছরের একটি দিন সফিপুর আনসার একাডেমি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।সেটি হলো পহেলা বৈশাখ এর দিন।এই দিনে টিকেটের মাধ্যমে জনগন ঢুকতে পারে। টিকেট ফি ধরা হয় ৫০/- টাকা।

কিছু ছবিঃ 
কুটির শিল্প প্রদর্শনী 
কেন্দ্রীয় জামে মসজিদ 


প্যারেড গ্রাউন্ড সংলগ্ন  

সবুজ লেক


যাওয়ার উপায়:

রুট-১ঃ
ঢাকা সদরঘাট থেকে আজমেরি বা প্রভাতী বনশ্রী পরিবহনে করে ৭০ টাকা ভাড়ায় সফিপুর আনসার একাডেমিতে আসা যায়।

রুট-২ঃ



গাজীপুর বাস টার্মিনাল বা চৌরাস্তা থেকে কালিয়াকৈর/পলাশ/নিরাপদ পরিবহনে করে ২০ টাকা ভাড়ায় সফিপুর আনসার একাডেমিতে আসতে পারবেন।








No comments:

Post a Comment