![]() |
সাবাহ গার্ডেন রিসোর্ট |
গাজীপুরকে রিসোর্টের শহর বললেও ভুল হবে না।কেননা এখানে গড়ে উঠেছে অসংখ্য রিসোর্ট,শুটিং স্পট ও বাগানবাড়ি।ঢাকার পার্শবর্তী গাজীপুর জেলায় এমন কিছু রিসোর্ট গড়ে উঠেছে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না।কিছু কিছু রিসোর্ট খুবই বিলাসবহুল আবার কিছু কিছু রিসোর্ট প্রকৃতির নিবিড়তায় ঘেরা।প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসতে হবে গাজীপুরের সাবাহ গার্ডেন রিসোর্ট ( Sabah Garden Resort) থেকে।গাজীপুরের বাঘের বাজার এলাকায় ৩৬ বিঘা জমির উপর নির্মিত হয়েছে সাবাহ গার্ডেন রিসোর্ট।
সাবাহ গার্ডেন রিসোর্ট এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব হাসান উদ্দিন সরকার।তার মতে – প্রকৃতির সঙ্গে বিনোদন, বই নিয়ে ব্যস্ত থাকার চিন্তার ফসল এটি।
পুরো রিসোর্ট জুড়েই রয়েছে বিশ্ব বিখ্যাত ব্যক্তিদের মূল্যবান বাণী। এই রিসোর্টে আছে একটি লাইব্রেরি,সেখানে রয়েছে বিশ্বের বিভিন্ন লেখকের লেখা সব বই।এই রিসোর্টে বেশ কয়েকটি কটেজ রয়েছে।লালন কটেজটি একটু ভিন্নরকম, এই কটেজের সামনে লালনের প্রতিকৃতি ও তার বাণী দেওয়া আছে।
![]() |
মা-বাবা গ্রন্থাগার |
সাবাহ গার্ডেনে বিভিন্ন আকৃতির ছয়টি পুকুর রয়েছে।এছাড়াও রয়েছে বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি।পুরো রিসোর্ট জুড়েই রয়েছে নানা প্রজাতির মূলবান বনজ,ফলজ ও ও ঔষুধি গাছ।
সাবাহ গার্ডেনে প্রায়ই পিকনিক ও বিভিন্ন অনুষ্ঠান হয়।পিকনিক বা অনুষ্ঠানের জন্য ভাড়া সাধারণত ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা।অনুষ্ঠান আয়োজনের জন্য এখানে নিজস্ব ডেকোরেটর ব্যবস্থাও আছে।
এছাড়া পরিবার পরিজন নিয়ে এলে ১০০ টাকা জনপ্রতি ফি দিয়েও পুরো রিসোর্ট ঘুরে দেখা যায়।
![]() |
লালন কটেজ |
পিকনিক স্পট বুকিং এর জন্য যোগাযোগ করুনঃ
01672459312,01779756504
আরো জানতে ভিজিট করুন তাদের ফেসবুক পেজেঃ Sabah Garden Resort
সাবাহ গার্ডেন রিসোর্ট যাওয়ার উপায়: গাজীপুর চৌরাস্তা থেকে বাসে বা লেগুনায় ২০ টাকা ভাড়ায় বাঘের বাজার। বাঘের বাজার নেমে জনপ্রতি ১০ টাকায় রিক্সাযোগে সাবাহ গার্ডেন যাওয়া যায়।
কিছু ছবিঃ
![]() |
অবকাশ ছাউনি |
![]() |
পুকুরপাড় |
![]() |
মনিষীদের বাণী সম্বলিত ফলক |
No comments:
Post a Comment